হৃদয় তোলপাড় করা বাংলা গজল “প্রাণ বায়ু” |
Pran Bayu | Mahedi Hassan | Tanjim Reza ft | Bangla Nasheed
🔸Song Title – প্রাণ বায়ু | Pran Bayu
🔸Singer – Mahedi Hassan
🔸Tune & Music Director – Tanjim Reza
🔸Lyricist – Sowieb Mohammad Nahed
🔸Audiovisual Production – TRISM
🔸Video Director – Abdur Rahman Saifi
🔸Humming – Yusuf Riad & TRISM Team
🔸Poster Design – Obaydullah Shakir
প্রাণ বায়ু | Pran Bayu Bangla Nasheed Lyric
নাশশীল ধরনীতে তুচ্ছ যে আয়ু
প্রাণপাখি উড়ে যাবে শেষ হলে বায়ু।
আজরাইল এসে নিবে প্রাণপাখি কেড়ে
পড়ে রবে দেহখানা মাটিময় নীড়ে।
স্বজন সাথী গুলো কাটবে যে বাঁশ
মাটিময় নীড়ে হবে দেহের আবাস।
অবনীর খেলাঘরে যতো করি খেলা
সময়ের স্রোতে পড়ে শেষ হবে বেলা।
ধরনীতে থাকে সদা দু’দিনের আয়ু
নিমিষেই বেরিয়ে যাবে এই প্রাণবায়ু।
মাটি দিয়ে গড়া তনু পচে হবে মাটি
সুখে রবে পরপারে ঈমান হলে খাঁটি।
প্রভুর বিধান মেনে চলেছেন যিনি
হাশরের মাঠে সদা শান্তিতে তিনি।